আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার নিজের সৌন্দর্য ও মেধার দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসব থেকে বিশ্বকাপ ফুটবলের মঞ্চের মতো জায়গায় প্রমাণ করেছেন নিজেকে। এবার তাকে দেখা যাবে চলচ্চিত্রের নোবেল হিসেবে পরিচিত অ্যাকাডেমী অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে। ৯৫তম অস্কারের উপস্থাপনা করবেন দীপিকা।
দীপিকা ছাড়াও এ তালিকায় রয়েছে ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস ও কোয়েস্টলোভের নাম।
সুসংবাদটি সামাজিক মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন দীপিকা। নিজের ইনস্টাগ্রামে অস্কার উপস্থাপকদের নামের একটি তালিকার শেয়ার করেছেন অভিনেত্রী। এছাড়া ৯৫তম অস্কার প্রাপকদের হাতে কারা পুরস্কার তুলে দেবেন, সেই তালিকা দ্য অ্যাকাডেমী অ্যাওয়ার্ডের তরফ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে টুইট করে জানানো হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে দীপিকার নাম।
৯৫তম অ্যাকাডেমী পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। মনোনীত সিনেমা ও কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা।
বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে দীপিকা অভিনীত ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খানের বিপরীতে আছেন তিনি। আরও আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।