শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত আ.লীগ: ওবায়দুল কাদের

  • টাইম আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯ কত বার দেখা হয়েছে
আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত আ.লীগ: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি সুসংহত। দেশি-বিদেশি যেকোন ষড়যন্ত্র ও আন্দোলনের নামে সহিংসতা হলে সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Celebrating novo mobile

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণের পথে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ তথা স্মার্ট বাংলাদেশ গড়াই আজকের দিনের অঙ্গীকার।

তিনি বলেন, আমরা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয় অর্জন করি। এ বিজয় পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির আগ পর্যন্ত পূর্ণতা পায়নি। তার অনুপস্থিতিতে বিজয় ছিল অসম্পূর্ণ। সেই অসম্পূর্ণ বিজয় পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারি ১৯৭২ সালে।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..