সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন

আফগানিস্তানে বালখ প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণ

  • টাইম আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৯ কত বার দেখা হয়েছে
আফগানিস্তানে বালখ প্রদেশে ভয়াবহ বোমা বিস্ফোরণ


আফগানিস্তানের বালখ প্রদেশে শনিবার ভয়াবহ বোমা হামলা হয়েছে। আইএসের হামলায় এক প্রাদেশিক গভর্নর নিহতের একদিন পর এ হামলার ঘটনা ঘটল।

প্রদেশটির পুলিশের মুখপাত্র মো. আসিফ ওয়াজিরি বলেন, এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি। খবর আরব নিউজের। মো. ফারদিন নওরোজি নামে এক সাংবাদিক জানিয়েছেন, বোমা হামলায় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। তবে বিস্তাবিত কোনো তথ্য দিতে পারেননি।

Celebrating novo mobile

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল বৃহস্পতিবার তার কার্যালয়েই বিস্ফোরণে নিহত হয়েছেন।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন। তালেবান শাসনামলে আফগানিস্তানে সহিংসতা অনেক কমে এলেও বিশিষ্ট তালেবান কর্মকর্তা ও অন্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..