সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন

আমিরাতে নতুন আইন জারী, সুফল পাবেন প্রবাসীরা

  • টাইম আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
আমিরাতে নতুন আইন জারী, সুফল পাবেন প্রবাসীরা

আমিরাতে নতুন আইন জারী, সুফল পাবেন প্রবাসীরা

প্রবাসীদের ভিসা সম্পর্কিত বেশকিছু নতুন আইন জারী করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নতুন এই সিদ্ধান্তে দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে প্রবাসীদের পাসপোর্ট বা পরিচয়পত্র হারানো বা ক্ষতি সম্পর্কিত সমস্ত প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে, এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট বা পরিচয়পত্র বা উভয়ই হারিয়ে ফেললেও আমিরাত প্রবেশ করতে পারবেন।

 

সেক্ষেত্রে প্রবাসীদের প্রথমে স্মার্ট পরিষেবা প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুরোধ জমা দিতে হবে।এছাড়াও, ৯০ দিনের জন্য স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় বিদেশিদের এন্ট্রি ভিসা দেওয়া হবে এবং এই ভিসা বৈধ থাকা পর্যন্ত একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে। অর্থাৎ সমস্ত ভিজিট ভিসাধারী একবার বা একাধিকবার দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। তবে ভিসাধারী ব্যক্তি ১৮০ দিনের বেশি আমিরাতে থাকতে পারবেন না।

বিজ্ঞাপন

 

নতুন নিয়ম অনুযায়ী একজন প্রবাসী ৫ থেকে ৬ টি ভিসা ইস্যু করতে পারবেন। অর্থাৎ কোন প্রবাসী ১০ হাজার দিরহাম বেতনে চাকরি করলে তিনি ৫জন বন্ধু বা আত্মীয়কে ভিজিট ভিসা দিতে পারবেন। আবার কারো যদি বেতন ৬ হাজার দিরহাম হয়, তাহলে তিনি ৬ জনকে ভিজিট ভিসা দিতে পারবেন। তবে অবশ্যই প্রবাসীর প্রথম বা দ্বিতীয় ক্যাটাগরির আত্মীয় হতে হবে এবং উক্ত প্রবাসীকে আমিরাতের প্রথম বা দ্বিতীয় স্তরের মধ্যে চাকরি করতে হবে। এছাড়াও নতুন এই আইনে ১৮০ দিনের বেশি দেশের বাইরে অবস্থান করলে ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আশা হয়েছে।

বিজ্ঞাপন

window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};

(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..