সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন

আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমনি

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
আমি লোক দেখানো নকল মানুষ না: পরীমনি

ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। স্বামী শরীফুল ইসলাম রাজ আর তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে চলছে তার সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব পরী। নিজেদের ছোট ছোট আনন্দের মুহূর্ত কিংবা তার সঙ্গে ঘটে যাওয়া কোনো না কোনো ঘটনা প্রায়ই শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করেন নায়িকা।

আজ বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী। সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না। ‘

Celebrating novo mobile

তবে কার উদ্দেশে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমনি সে ব্যাপারে কিছু বলেননি এমনকি নামও উল্লেখ করেননি তিনি। যদিও পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ।

তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমারা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা। ‘

রাজের সেই মন্তব্যের পাল্টা উত্তরও দিয়েছেন পরী। লেখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে, সবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো। ‘

পরীমনির এই মন্তব্যের সঙ্গেও তাল মিলিয়ে উত্তর দিয়েছেন রাজ। তিনি লেখেন, ‘পরী বিবেকের তাড়নায় তো বেঁচে আছি। ‘

স্ট্যাটাস, পাল্টাপাল্টি মন্তব্য, তবে কোথাও কারও নাম উল্লেখ করেননি এ তারকা।

এদিকে পরীমনির এমন স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়েছেন অনুরাগীরা। রাজের মন্তব্যের কারণে বিষয়টি ভাইরাল হয়ে যায়। ভক্তদের অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে বেশির ভাগই পজেটিভ মন্তব্য ছিল।

অনুরাগীদের দুই-একজনকে পরীমনিকে স্বান্তনা দিতে দেখা গেছে। একজন লেখেন, ‘আরে এটা কোনো ব্যাপার না। তবে মায়েদের কষ্ট বেশিই। ভাইও সতর্ক হবে আরও হেল্পফুল হবে।’ আরেকজন লেখেন, ‘আসল মানুষদের দোষ, ভুল বেশী। ‘

এর আগে ঘোষণা দিয়ে রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছিলেন। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে পরীমণি সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দেন, তিনিও পরীমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। কিন্তু খুব দ্রুতই তাদের সেই মনোমালিন্যের বরফ গলে ভালোবাসায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..