এক নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাকে হুমকির মামলায় জামিনের অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। গতকাল সোমবার ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত তাকে গ্রেফতারের পরোয়ানা জারি করে।
পাকিস্তানি সংবাদমমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানকে গ্রেফতার করে ২৯ মার্চের আগে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, নিজ দলের নেতা শাহবাজ গিলকে পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলে পাকিস্তান পুলিশের সমালোচনা করেন ইমরান খান। এমনকি দেশটির পুলিশ মহাপরিদর্শক, উপমহাপরিদর্শক ও অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে নারী বিচারককে হুমকি দেয়ার মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আদালত অবমাননাসহ আরো কয়েকটি অভিযোগ রয়েছে।
গতকাল ওই মামলা শুনানি চলছিল। তবে শুনানিত হাজির হননি ইমরান খান। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ান জারি করা হয়।