শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

ইসরায়েলি প্রতিনিধিদলের ভিসা আবেদন প্রত্যাখ্যান সৌদির

  • টাইম আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২২ কত বার দেখা হয়েছে
ইসরায়েলি প্রতিনিধিদলের ভিসা আবেদন প্রত্যাখ্যান সৌদির


জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় সৌদি আরবে অনুষ্ঠেয় পর্যটন বিষয়ক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইসরায়েলের একটি প্রতিনিধিদল ভিসার আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ। খবর ব্লুমবার্গ।

ইসরায়েল দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করে আসছিল। রিয়াদের পক্ষ থেকে ইসরায়েলি প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্বীকার করার মাধ্যমে সেই প্রচেষ্টা প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হলো বলে মনে করা হচ্ছে।

Celebrating novo mobile

জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-উলা শহরে দুই দিনব্যাপী এই পর্যটন বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে অংশ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কাফ্‌র কামা শহরের একটি প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানায়। ইসরায়েলি প্রতিনিধিদল বাদে অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া বিশ্বের ২২টি দেশকে ভিসা দিয়েছে সৌদি সরকার।

ইসরায়েলের দৈনিক জেরুজালেম পোস্ট এক রিপোর্টে জানিয়েছে, ভিসা পেতে দেরি হওয়ায় চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি প্রতিনিধিদলের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের আয়োজক সংস্থার কাছে একটি চিঠি পাঠায় যাতে ইসরায়েলি প্রতিনিধিদলকে ভিসা দেয়ার ব্যবস্থা করার জন্য পীড়াপীড়ি করা হয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষ ইংরেজি প্রতিনিধিদলকে ভিসা দিতে রাজি হয়নি।

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে ইসরায়েল দীর্ঘদিন ধরে যে আশা নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছিল তা হয়ত বিনষ্ট হবে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার পর রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আন্তর্জা েতিক অঙ্গনে যে ধারণা ছড়িয়ে পড়েছিল, বর্তমান বাস্তবতা তার থেকে সম্পূর্ণ ভিন্ন।

চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে একটি চুক্তি সইয়ের তিনদিন পর ইসরায়েলি প্রতিনিধিদলকে সৌদি আরবের পক্ষ থেকে ভিসা প্রদানে অস্বীকৃতির খবর বের হলো। ইরান এবং সৌদি আরবের মধ্যকার এই চুক্তিতে বিশ্বের বেশিরভাগ দেশ খুশি হলেও ইসরায়েল প্রকাশ্যে অসন্তুষ্টি জানিয়েছে।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..