সোমবার, ২০ মার্চ ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
News Headline :

ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা গ্রেপ্তার

  • টাইম আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৭ কত বার দেখা হয়েছে
ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা গ্রেপ্তার

ইসলামী ব্যাংকসহ ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।

গত বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

Celebrating novo mobile

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. সাইদ উল্লা, মো. মোশাররফ হোসেন, শহিদুল্লাহ মজুমদার ও ক্যাপ্টেন (অব.) হাবিবুর রহমান।

গতকাল বৃহস্পতিবার ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বাংলাদেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করে তোলার ঘটনায় গত ৮ জানুয়ারি ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের কতিপয় কর্মকর্তা ব্যাংক সম্পর্কে মনগড়া তথ্য প্রদান করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ান। তারা জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের মূল লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা।

ব্যাংক ও আর্থিক খাত নিয়ে জনসাধারণের উদ্দেশে ডিবি প্রধান বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার প্রচারণা একটি গুজব। আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে আমানত উত্তোলনে বিরত থাকুন।

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর বিষয়ে উৎসাহ প্রদান করতে হবে। এ বিষয়ে গুজব থেকে সচেতন থাকুন। গুজব রটনাকারীদের বিষয়ে পুলিশকে তথ্য প্রদান করতে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..