দেশে এক বছরের ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। বৃদ্ধির এই হার ৫ দশমিক ১৮ শতাংশ। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে আজ বৃহস্পতিবার (২ মার্চ) এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।
সেখান বলা হয়, গত বছরের ২ মার্চ দেশের মোট ভোটার ছিলেন ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। যাদের মধ্যে পুরুষ পাঁচ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৪২৯ ও নারী পাঁচ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। এছাড়া ৪৫৪ জন হিজড়া।
হালনাগাদ তালিকা অনুসারে বর্তমানে ছয় কোটি চার লাখ ৪৫ হাজার ৭২৮ জন পুরুষ, পাঁচ কোটি ৮৭ লাখ চার হাজার ৮৭৯ জন নারী ও ৮৩৭ জন হিজড়া ভোটার রয়েছেন দেশে। মোট ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন ভোটার। এক বছরে ভোটার বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন, অর্থাৎ ৫ দশমিক ১৮ শতাংশ।
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর যাচাই-বাছাই শেষে আজ প্রকাশ হলো হাল নাগাদ ভোটার সংখ্যা।
এ অনুসারে মোট অন্তর্ভুক্ত হয়েছেন ৪১ লাখ ৩৫ হাজার ৬৭ জন পুরুষ, ৩৯ লাখ ৩৮ হাজার ১০৯ জন নারী ও ৩৮৩ জন হিজড়া ভোটার। মোট অন্তর্ভুক্ত হয়েছে ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন।
অন্যদিকে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ১৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন পুরুষ, আট লাখ ৩০ হাজার ২৫৭ জন নারী। মোট ২২ লাখ ৯ হাজার ১২৯ জন।