সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

এবার বর্ষাকে যা বললেন বুবলি

  • টাইম আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
এবার বর্ষাকে যা বললেন বুবলি


ঢাকাই সিনেমার আলোচিত দুই অভিনেত্রী শবনম বুবলি ও আফিয়া নুসরাত বর্ষা। নানান কারণে এখন প্রায় নিয়মিতই খবরের শিরোনাম হন বুবলি। বর্ষা অবশ্য সিনেমার বাহিরে খুব একটা আলোচনায় আসেন না।

গত রবিবার মধ্যরাত থেকে দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে অন্যরকম আলোচনা দেখা যায়। বর্ষা ও বুবলি একজনের প্রতি অন্যজনের সম্মান, স্নেহ ও ভালোবাসা দেখে ভক্তেদর প্রশংসায় ভাসছেন দুই জন।

Celebrating novo mobile

শুরুটা হয় মূলত বর্ষার ফেসবুক পোস্ট থেকে। রোববার মধ্যরাত, আনুমানিক ১২টা নাগাদ বুবলি ও তার ছেলে শেহজাদ খান বীরের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন বর্ষা। ছবিটিতে দেখা যায়, সাদা রঙের একটি শড়ি পরে বীরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন বুবলি। ছবিটির ক্যাপশনে বর্ষা লেখেন,‘ সুন্দর’। আবার বুবলিকে ট্যাগও করেন।

গতকাল সোমবার দুপুরে ওই পোস্টটি আবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে বুবলি লিখেন, ‘ধন্যবাদ বর্ষা আপু, অনেক ভালোবাসা’।

উল্লেখ্য, শাকিব-বুবলি দম্পতির একমাত্র সন্তান বীর। এদিকে, রোববার রাতে ওমানে একটু শো শুরুর আগে শাকিব খানের বড় সন্তান আব্রাহামের সঙ্গে ভিডিও কলের একটি ভিডিও শেয়ার করেন ঢালিউড কিং।

সে ভিডিওটিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন বুবলি। যেখানে তিনি ক্যাপশনে লেখেন, বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক, কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথপ্রদর্শক। ভালোবাসা ও শ্রদ্ধা শাকিব খান।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..