শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন

এবার বোনের বিরুদ্ধেই অভিযোগ পরীমনির

  • টাইম আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২০ কত বার দেখা হয়েছে
এবার বোনের বিরুদ্ধেই অভিযোগ পরীমনির


প্রথমবার মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে গিয়েছে ‘রাজ্য’। হেলিকপ্টারে চড়ে ছেলে কোলে নিজের বাড়ি যাওয়ার ভিডিও ও ছবি নিজেই পোস্ট করেছেন পরীমনি। তবে সেখানে গিয়েই বোনের প্রতি মিষ্টি অভিযোগ আনলেন পরীমনি। শুধু অভিযোগই নয়, প্রমাণ সাপেক্ষে ভিডিও পোস্ট করেছেন পরীমনি।

পরীমনির পোস্ট করা ভিডিওতে তার বোনকে ছেলের দুধ খেয়ে নিতে দেখা যাচ্ছে। ভিডিওতে পরীমনিকে না দেখা গেলেও তাকে বলতে শোনা যাচ্ছে, বাবু দেখ, তোর দুধ খেয়ে নিচ্ছে তোর খালা। এরপরই পরীমনির বোনকে বলতে শোনা যায়, ছেলেকে খাওয়ানোর আগে মা কিংবা খালার সেটা চেখে দেখা উচিত, সেটার স্বাদ কেমন! এইজন্য আমি খাচ্ছি। পরীমনিকে তখন মজা করে বলতে শোনা যাচ্ছে, বোতলে খা তাহলে। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, কোনো কাজ!!! ছেমরি

Celebrating novo mobile

গতবছর ১০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছিলেন পরীমনি। তারপর কেটে গিয়েছে প্রয় ৭ মাস। আপাতত ছেলেকে নিয়েই কাটছে পরীমনির জীবন। শুক্রবারই প্রথমবার ছেলে কোলে বাবার বাড়ি গিয়েছেন পরীমনি।

১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনার সাতক্ষীরায় জন্ম হয় পরীমনির। বাবা-মায়ের মৃত্যুর পর পিরোজপুরে দাদু শামসুল হকের কাছে তিনি মানুষ হন।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..