বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন

এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের যশোরে জরুরি অবতরণ

  • টাইম আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের যশোরে জরুরি অবতরণ

সৈয়দপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট যশোর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে যশোর বিমানবন্দরে।

Celebrating novo mobile

সিডিউল অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে গতকাল রোববার রাত ৯টায় অবতরণের কথা ছিল।

সৈয়দপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করান পাইলট – এমনটি জানা গেছে।

অবতরণের পর রাত ১০টার দিকে ওই ফ্লাইটের যাত্রী সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।

তিনি লেখেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ না করে যশোর বিমানবন্দরে অবতরণ করেছে।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করেছে। তবে কতজন যাত্রী ছিলেন ওই ফ্লাইটে তা জানাতে পারেননি তিনি।

তবে ওই সময় সৈয়দপুরের আকাশে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল বলে জানান সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম।

রাত ১২ টায় এয়ার অ্যাস্ট্রার জনসংযোগ শাখার উপ ব্যবস্থাপক সাকিব হাসান শুভর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়।

তিনি বলেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ার ফ্লাইটের গতিপথ বদলে যশোরে জরুরি অবতরণ করানো হয়। পরে যশোরের আবহাওয়াও খারাপ হয়ে যায়। একইভাবে ঢাকার আকাশেও দুর্যোগ দেখা দেয়। পরে বিমান সংস্থার সিদ্ধান্তে দুর্যোগে পড়া ফ্লাইটটি ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়। ওই ফ্লাইটে ৩৩ জন যাত্রী আছেন। যাদের সকালে বিশেষ ব্যবস্থায় সৈয়দপুরে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..