ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে গাঁজা সহ দুই প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। ওমান কাস্টমসের বরাত দিয়ে মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। উক্ত দুই প্রবাসীর নাম পরিচয় প্রকাশ না করলেও ওমান কাস্টমস জানিয়েছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ টেবলেট জব্দ করা হয়েছে।
এ সময় তাদের লাগেজ তল্লাশি করলে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। গ্রেফতারকৃতরা বেশ কৌশলে এই মাদক ওমানে পাচারের চেষ্টা করছিলো বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করা হয়। গোপন সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃত দুই প্রবাসী ভারতীয় নাগরিক।