নুন্যতম ফোরজি সুবিধা না থাকলে ওমানে মোবাইল আমদানি নিষিদ্ধ করেছে দেশটির টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (টিআরএ)। এক বিবৃতিতে টিআরএ জানিয়েছে, ন্যুনতম ফোর জি নেটওয়ার্ক সমর্থন করে না এমন মোবাইল ডিভাইসের অনুমোদন ও আমদানি বন্ধ করা হবে। নতুন এই আইনটি আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর করা হবে। টিআরএ আরো জানিয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে সমস্ত মোবাইল ডিভাইসে ভয়েস ওভার ফোরজি এলটিই নেটওয়ার্ক সক্ষম করতে হবে। বৃহস্পতিবার (২ মার্চ) ওমান অবজারভারের এক প্রতিবেদনে একথা বলা হয়।
টিআরএ প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের আধুনিক প্রযুক্তি সমর্থন করে এমন ডিভাইসগুলো আপগ্রেড করার আহ্বান জানিয়েছে। ২০২৪ সালের শেষের দিকে থ্রিজি মোবাইল পরিষেবা ধীরেধীরে ওমানে বন্ধ করা হবে বলেও জানিয়েছে টিআরএ। সেইসাথে যোগাযোগ সেবা উন্নত করা, ফ্রিকোয়েন্সি ব্যান্ড স্পেকট্রামের মতো প্রাকৃতিক সম্পদ পরিচালনা ও আধুনিক বিনিয়োগের জন্য ওমানে উন্নত নেটওয়ার্ক সেবা নিয়ে কাজ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));