বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

কক্সবাজার রুটের টিকেট কিনলেই দুই রাতের হোটেল ফ্রি

  • টাইম আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৩৪ কত বার দেখা হয়েছে
কক্সবাজার রুটের টিকেট কিনলেই দুই রাতের হোটেল ফ্রি

নভোএয়ার এর সব রুটের টিকেটের মূল্যে ১৫% ছাড়

বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার সব রুটের টিকেটের মূল্যে ১৫% ছাড় এবং কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকেট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষনা করেছে । এছাড়াও স্মাইলস সদস্যদের জন্যও আকর্ষনীয় অফার ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।

অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্ট-২০২৩ এর নভোএয়ার এর প্যাভিলিয়নে এসে টিকেট ক্রয় করতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামী ১৮ই মে থেকে ২০ই মে ২০২৩ পর্যন্ত এই পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।

Celebrating novo mobile

কক্সবাজারে দুই রাতের হোটেল ফ্রি অফারটি উপভোগ করতে নভোএয়ার এর কক্সবাজার রুটে দুই জনের জন্য যাওয়া-আসার টিকেট ক্রয় করবে হবে এবং ২৫শে জুনের মধ্যে ভ্রমন করতে হবে।

ভ্রমন পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৯টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল কল্লোল। এছাড়াও অন্যান্য হোটেলের সাথে নভোএয়ারের ভ্রমন প্যাকেজ রয়েছে।

এছাড়া নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম “ স্মাইলস” মেম্বাররা মেলায় এসে টিকেট ক্রয় করলে টিকেটের মূল্যে ছাড় ছাড়াও ওয়ানওয়ে টিকেট কিনলে ১০০ বোনাস মাইলেজ ও ব্যাগেজে অতিরিক্ত ৫ কেজি ফ্রি সুবিধা পাবেন।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফলাইট পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..