কাতারে বিশ্বকাপ পরবর্তী নতুন কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান রোমানা হাইপার মার্কেট। এরই মধ্যে দেশটির নতুন শিল্পনগরী বিরকাত আল আমিরে শুভ উদ্বোধন হয়েছে প্রতিষ্ঠানটির ৪র্থ শাখা। নতুন এই শিল্পনগরীকে বাংলাদেশিদের নতুন ঠিকানা হিসেবে প্রতিষ্ঠা করে প্রবাসীদের নতুন কর্মসংস্থান হিসেবে গড়ে তোলা হবে এমন কথা জানান উদ্যোক্তারা।
সম্প্রতি কেক ও ফিতা কেটে নতুন এই শাখার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু জাহের বাবুল ও কাতারি স্পন্সর সৈয়দ সালেম আল হাজরি। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল গোফরান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইরফান উদ্দিন। এছাড়াও প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন কর্মকর্তা রাসেল চৌধুরী মিন্টু, সামছুল ওয়ারা মুক্তা ও শফিকুর রহমানসহ অসংখ্য প্রবাসীরা উপস্থিত ছিলেন।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));