বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৫৩ অপরাহ্ন

কান উৎসব মাতালো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

  • টাইম আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪ কত বার দেখা হয়েছে
কান উৎসব মাতালো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

মুক্তির আগে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার অনুষ্ঠিত হলো হলিউডের আইকনিক সুপারস্টার লিওনার্দো ডি ক্যাপ্রিওর ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার। এর মধ্য দিয়ে অনেকদিন পর্দায় আসছেন ডি ক্যাপ্রিও ও পরিচালক মার্টিন স্কোরসেস। সিনেমাটিতে আরও রয়েছেন রবার্ট ডি নিরোর মতো অভিনেতা। আরো রয়েছেন লিলি গ্ল্যাডস্টোন।

‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ কান চলচ্চিত্র উৎসবে ৯ মিনিটের স্ট্যান্ডিং অভেশন পেয়েছে। এসময় প্রিমিয়ারে হাজির ছিলেন তিন মহাতারকা স্কোরসেস, ডিক্যাপ্রিও এবং রবার্ট ডি নিরো।

Celebrating novo mobile

জানা গেছে, ৩ ঘন্টা ২৬ মিনিটের এই চলচ্চিত্রটি দর্শকদের কাছ থেকে নয় মিনিটের সম্মানসূচক স্ট্যান্ডিং অভেশন সহ উষ্ণ অভ্যর্থনা পায়। প্রিমিয়ার থিয়েটারের একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যেখানে দাঁড়িয়ে থাকা ওভেশনে স্কোরসেসের প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ভিডিওটি শেয়ার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ডেডলাইন। এরপরই অনলাইনে ছড়িয়ে পড়ে এটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, সকলের অভিবাদনে খুশি স্কোরসেস করতালি গ্রহণ করছেন। মুখে হাসি এবং কৃতজ্ঞতায় মাথা নেড়ে চারপাশে তাকাতে দেখা গেছে এই প্রবীণ পরিচালককে। ওভেশনের পরে স্কোরসেস মাইক্রোফোন হাতে নেন এবং সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সিনেমাটির সাথে যুক্ত সকলকে ধন্যবাদ। আমার পুরানো বন্ধু বব এবং লিও, জেসি ও লিলি।আমরা কয়েক বছর আগে ওকলাহোমাতে এটির শুটিং করেছি। ঘুরে আসতে সময় লেগেছে তবে অ্যাপল আমাদের জন্য দুর্দান্ত কাজ করেছে। ওখানে প্রচুর ঘাস ছিল। আমি একজন নিউ ইয়র্কার। আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। এটি একটি বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। আমরা সেই পৃথিবীতে বাস করে এসেছি, যে পৃথিবীর গল্পটা ফুটিয়ে তুলতে চেয়েছি।

‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ এই বছরের কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ২০১৭ সালে প্রকাশিত ডেভিড গ্রানের লেখা বই ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অফ দ্য এফবিআই’-এর উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

ইতিমধ্যেই সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই বাজিমাত করেছে ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’। ২০২৩ সালের ৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : ডেডলাইন

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..
%d bloggers like this: