শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন

কিয়েভ দিবসের প্রস্তুতির মাঝে রুশ ড্রোন হামলায় নিহত ১

  • টাইম আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৭ কত বার দেখা হয়েছে
কিয়েভ দিবসের প্রস্তুতির মাঝে রুশ ড্রোন হামলায় নিহত ১


আবারও রাতের বেলায় ইউক্রেনের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ দিবস পালনের প্রস্তুতিকালে গতকাল শনিবার দিবাগত রাতে দুই দফা হামলা হয়। এ সময় এক ব্যক্তি নিহত হন। খবর দ্য গার্ডিয়ান।

 

মে মাসের শেষ সপ্তাহের রোববারে পালিত হয় কিয়েভ দিবস। সে হিসেবে আজ শহরটি প্রতিষ্ঠার ১৫৪১ বছর পালিত হবে। এই উদযাপনের অংশ হিসেবে যুদ্ধ বিধ্বস্ত রাজধানীতে বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে।

Celebrating novo mobile

প্রতিবেদনে বলা হচ্ছে, কিয়েভের দিকে ধেয়ে আসা কমপক্ষে ২০টি ড্রোনকে ভূপাতিত করেছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় ধ্বংসাবশেষ পড়ে ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া ৩৫ বছরের এক নারী আহত হন বলে জানান মেয়র ভিটালি ক্লিটসকো।

 

মধ্যরাতের পরপরই শুরু হয় বিমান হামলা। ওই সময় সতর্ক অ্যালার্ম বেজে উঠলেও অনেক বাসিন্দা বারান্দায় দাঁড়িয়ে ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষে স্লোগান দেন।

কয়েকটি জেলায় বিভক্ত ইউক্রেনের সবচেয়ে বড় শহর কিয়েভের জনসংখ্যা ৩০ লাখ। শহরের প্রতষ্ঠা দিবসে সাধারণত মেলা, লাইভ কনসার্ট ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এবার ছোট পরিসরে দিনটি উদযাপন করবে নগরবাসী।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..