শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন

কুয়াশার সংকট কাটাতে ৪ বিমানবন্দরে আইএলএস ক্যাটা-২

  • টাইম আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫ কত বার দেখা হয়েছে
কুয়াশার সংকট কাটাতে ৪ বিমানবন্দরে আইএলএস ক্যাটা-২

প্রতিবছরের মতো এ মৌসুমেও কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বিঘ্ন হচ্ছে। এ সংকট দূর করতে দেশের চার বিমানবন্দরে ইনেসট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) ক্যাটাগরি-২ উন্নীত করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আজ মঙ্গলবার এ তথ্য জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

Celebrating novo mobile

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘চট্টগ্রাম সিলেট কক্সবাজার দেশের চারটি বিমানবন্দর আইএলএস ক্যাটাগরি-২-এ উন্নীত করা হচ্ছে। ইতোমধ্যে সিলেট বিমানবন্দরের কাজ শেষ হয়েছে। চট্টগ্রামের কাজ শেষ হবে আগামী বছরের শেষেরর দিকে। ঢাকায় শেষ হচ্ছে আগামী তিন মাসের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে যন্ত্রপাতি চলে এসেছে। সেই সঙ্গে অতিরিক্ত কিছু লাইটিং উন্নতি করতে হবে। আমরা কাজ শুরু করবো। কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সেখানেও উন্নতি হবে। সিলেটে এখন ক্যালিভেরেশন কাজ বাকি আছে।’

কসক্যাপ-এসএ-এর ৩০তম স্টিয়ারিং কমিটির সভা ২৪ থেকে ২৬ জানুয়ারি চলবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ এভিয়েশন সেফটি ও এয়ারওর্দিনেস সংক্রান্ত কারিগরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান সদস্য রাষ্ট্র হিসেবে অংশ নেবে। সদস্য দেশগুলো ছাড়াও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, ট্রান্সপোট-কানাডা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ফ্রান্স, বোয়িং, ইএএসএ, আইএটিএ, এফাআলফাসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

সূএ: বাংলা ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..