সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

  • টাইম আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৫ কত বার দেখা হয়েছে
কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন


কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুরু হলো ই-পাসপোর্ট কার্যক্রম। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

এ সময় অনুষ্ঠানে দূতাবাসের মিনিস্টার (শ্রম), ডিফেন্স এ্যাটাচী, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল মো. খালিদ সাইফুল্লাহ, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা), প্রথম সচিব ও দূতালয় প্রধান, সোনালী ব্যাংক প্রতিনিধি, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Celebrating novo mobile

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কর্মসূচি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন। স্বাগত বক্তব্যের পর বাংলাদেশ দূতাবাস কুয়েতে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যদের কথা শুনেন। এরপর ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল শাহরিয়ার কবির তার বক্তব্যে ই-পাসপোর্ট কার্যক্রম ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলী রেজা সিদ্দিকী বাংলাদেশ ও বিদেশে বাংলাদেশ মিশনসগুলোতে ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের একটি মাইলফলক হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদশেশের বিস্ময়কর উন্নয়নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তিসহ আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে। ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ঢাকা থেকে আগত কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..