দেখে বুঝার উপায় নেই এটি বাংলাদেশ নাকি কুয়েত। চারিদিকে হাস মুরগি ও কবুতর। দেখে বাংলার কোন গ্রামীণ হাট মনে হলেও এটি মূলত কুয়েতের একটি হাটের চিত্র। শীতের আগমনে সৌদি ও ইরাক সীমান্তবর্তী ঘেঁষা মরু অঞ্চল কুয়েতের আবদালিতে জমে উঠে এই সাপ্তাহিক হাঁস, মুরগি ও কবুতরের কেনাবেচা। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাবিক্রি।
শীতকালে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন ব্যাপী চলে হাট। গ্রীষ্মকালে দেশটিতে প্রচণ্ড গরম থাকে। মরু অঞ্চলে গরমের তাপমাত্রা আরো বেশি হওয়ার কারণে বন্ধ থাকে এই হাট। এখানে ভারত, মিশরসহ প্রবাসী বাংলাদেশিরা কেনাবেচা করেন।
শখের বশে অথবা বাণিজ্যিকভাবে স্থানীয় কুয়েতি নাগরিকরা সিরিয়া, তুর্কি, ইরান, মিশর, থাইল্যান্ডসহ দেশের বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি ও কবুতর এখানে নিয়ে আসে। যা অফরা আবদালি ও জাহারাতে খামার করে পালন করা হয়। ওইসব খামারের পরিচ্ছন্নতা দেখাশোনা করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));