সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন

কুয়েতে পুলিশের গাড়ি নিয়ে টিকটক, জড়িত বাংলাদেশি গ্রেপ্তার

  • টাইম আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯ কত বার দেখা হয়েছে
কুয়েতে পুলিশের গাড়ি নিয়ে টিকটক, জড়িত বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে পুলিশের গাড়ি নিয়ে টিকটক, জড়িত বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে পুলিশের গাড়িতে বেলুনভর্তি পানি ছুড়ে টিকটক করায় ওয়াসিফ শান্ত নামে এক বাংলাদেশি টিকটকারকে গ্রেপ্তার করেছে দেশটির স্থানীয় প্রশাসন। স্থানীয় একাধিক গণমাধ্যম আরব টাইমস ও আল রাই’তে প্রকাশিত সংবাদে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

জানা যায়, গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসে উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানিভর্তি বেলুন ছুড়ে মারে প্রবাসী ওয়াসিফ শান্ত। এরপর সেই ঘটনার ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে সে। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে প্রবাসী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে কুয়েত পুলিশ। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।

বিজ্ঞাপন

 

জানাগেছে, কুয়েতের বিভিন্ন শপিংমল, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে অশালীনভাবে ভিডিও ধারণ করতে দেখা যায় অনেক প্রবাসীকে। এছাড়া অনেক সময় বাংলাদেশি, ভারত, নেপাল ও ফিলিপাইনের টিকটক গ্রুপের সদস্যরা হোটেলে, পার্কে ডিজে পার্টিসহ বিভিন্ন নামে অশালীন পার্টির আয়োজন করে থাকে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা স্থানীয় আইনে নিষিদ্ধ ও অপরাধ। গুটি কয়েক প্রবাসীর এমন কর্মকান্ডে নিজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এমতাবস্থায় বিদেশে প্রবাসীদের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কুয়েত বাংলাদেশ কমিউনিটির নেতারা।

বিজ্ঞাপন

window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};

(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..