সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৩

  • টাইম আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৩


রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে গতকাল শনিবার আহত আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

নিহত মির্জা আজম (৩৬) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শাহজাহান মির্জার ছেলে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন। আজম পাঁচতলা ভবনটির একটি স্যানিটারি দোকানে কাজ করতেন।

Celebrating novo mobile

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হন।

ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রীর দোকান, একটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস এবং সংলগ্ন একটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি।

বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিকবাজারের ওই ভবনের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..