রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিক বাজারে দুটি ভবন বিস্ফোরণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস, যার প্রধান করা হয়েছে বাহিনীর পরিচালক (অপারেশন ও মেইনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরীকে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বুধবার জানায়, তদন্ত কমিটির বাকি তিন সদস্যের নাম পরে জানানো হবে। কমিটিকে তদন্তকাজ পরিচালনায় ৫ কর্মদিবস সময় দেয়া হয়েছে।
গুলিস্তানের সিদ্দিক বাজারের ভবনে দুটিতে মঙ্গলবার বিকেলে বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বিস্ফোরণের পর মঙ্গলবার ভবনটি থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ভবনে বিস্ফোরণের ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা।
ওই তিনজন হলেন মো. মেহেদী হাসান, ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া সেলিম ও রবিন হোসেন।
ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুর রহমান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাতে পাঁচজনের পরিবার তাদের স্বজন নিখোঁজের দাবি করেন। পরে দুইজনের খোঁজ পাওয়া যায়। এখন পর্যন্ত পরিবারের সদস্যদের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনজন নিখোঁজ রয়েছেন।’