সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৭ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার ৫৭৫ টাকার ঋণ খেলাপি মামলায় এক ব্যবসায়ী দম্পতির পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান।
ওই দম্পতির নাম জাহাঙ্গীর আলম ও রোমেনা আফরিন। গত বৃহস্পতিবার (১ জুন) আদালত এ আদেশ দেন।
জাহাঙ্গীর মেসার্স সুপার প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার স্ত্রী রোমেনা আফরিন পরিচালক।
বাদী পক্ষের আইনজীবী সিরাজুল মোস্তফা মাহমুদ জানান, ২০২১ সালের ২৫ নভেম্বর সোশ্যাল ইসলামী ব্যাংক খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ মামলাটি করে। তারা ব্যাংকটির চট্টগ্রাম জেলার হাটহাজারী শাখা থেকে ২০১৪ সালের ৩ মার্চ ঋণ নিয়েছেন। ওই ঋণ এখনও পরিশোধ করেননি। তাদের কাছে বিভিন্ন ব্যাংকের ১০০ কোটি টাকার বেশি পাওনা আছে। এ অর্থ পরিশোধ না করে তারা ২০২২ সালের মে মাসে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টা করলেও ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন।