বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পূর্বাহ্ন

চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু মঙ্গলবার

  • টাইম আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু মঙ্গলবার


চট্টগ্রাম থেকে হজযাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার। হজের এবারের মৌসুমে বাংলাদেশ বিমানের ২২টি ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২২টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা ও চট্টগ্রাম থেকে মদিনা রুটে চলবে।

Celebrating novo mobile

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলীম আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে এবার ১০ হাজারের বেশি মানুষ হজ পালন করতে যাবেন। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্নে করতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। মঙ্গলবার ভোর ৫টায় হজের প্রথম ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে যাবে। বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রামের হজযাত্রীদের সৌদি আরব নেয়া হবে।

 



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..