রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ

  • টাইম আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরসহ ১৬ জনের পদত্যাগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৮টি পদ থেকে মোট ১৬ জন পদত্যাগ করেছেন।

আজ (রোববার) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদের বরাবর চিঠি দিয়ে তাঁরা পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ জানান, তিনি ১৬ জনের পদত্যাগপত্র পেয়েছেন। এরপর নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

Celebrating novo mobile

চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও নাম প্রকাশ করতে অনিচ্ছুক প্রক্টরিয়াল বডির এক সদস্য জানান, দুইজন সিন্ডিকেট সদস্য যেভাবে চাচ্ছে, সেভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন নিয়োগে অনিয়ম হচ্ছে। শিক্ষকদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন, তবে এসব প্রতিশ্রুতি উপাচার্য রাখতে পারেননি। উপাচার্যের সহযোগিতার অভাবে এসব কাজ ব্যর্থ হচ্ছে বলে তাঁরা পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাভলু। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, শাহজালাল হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল, আবাসিক শিক্ষক আনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক এইচ এম আবদুল্লাহ আল মাসুদ, রমিজ আহমদ, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসমিন, দেশনেত্রী খালেদা জিয়া হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক শাহ আলম, আবাসিক শিক্ষক নাসরিন আক্তার ও উম্মে হাবিবা, আলাওল হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক ঝুলন ধর।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..