শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন

চীনের সঙ্গে বিমান যোগাযোগ ব্যাপকভাবে বাড়বে এ বছরের দ্বিতীয়ার্ধে

  • টাইম আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩১ কত বার দেখা হয়েছে
চীনের সঙ্গে বিমান যোগাযোগ ব্যাপকভাবে বাড়বে এ বছরের দ্বিতীয়ার্ধে


চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে দেশটির সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন তারা।

মঙ্গলবার ওই দপ্তরের পরিবহন বিভাগের পরিচালক লিয়াং নান বলেন, কোভিড-১৯ ব্যবস্থাপনার সাম্প্রতিক অপ্টিমাইজেশন বা নিখুঁতকরণের পর তারা চীনা ও বিদেশী এয়ারলাইনগুলোর আন্তর্জাতিক ফ্লাইট আবার চালু করার আবেদনগুলো যাচাই করেছে।

Celebrating novo mobile

তিনি বলেন, “যদি বাজার ভালভাবে পুনরুদ্ধার হয়, তবে চলতি বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা মহামারীর আগের সংখ্যার প্রায় ৮০ শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে এবং প্রতি সপ্তাহে প্রায় ৭ হাজার ৩শ টি ফ্লাইট পরিচালিত হবে।”

বেইজিংয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে লিয়াং নান বলেন, “চীনা ও বিদেশী এয়ারলাইনগুলো আন্তর্জাতিক ফ্লাইট আবার চালু করার ব্যাপারে আশাবাদী। প্রায় ৪০টি দেশীয় ও বিদেশী এয়ারলাইন ৩৪টি দেশের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে ৭শটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার জন্য আবেদন জমা দিয়েছে।”



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..