‘তিন মাসের টুরিস্ট ভিসায় যাবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এরপর সেখানে গিয়ে ওয়ার্ক পারমিটসহ ব্যবস্থা করে দেওয়া হবে স্থায়ী ভিসার।’ এমন আশ্বাসে প্রবাসে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বেশ কয়েকজন যুবক। আবুধাবিতে ৪০ দিন জেল খেটে দেশে ফিরে এসে পথে বসেছেন তারা।
জানা যায়, ১০ মাস আগে প্রায় ৩ লক্ষাধিক টাকা খরচ করে সংযুক্ত আরব আমিরাতে যান শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কালুপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মামুন আলী (২০), মমিনপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আমিনুল ইসলাম, একই উপজেলার ধাইনগর ইউনিয়নের রানিনগর গ্রামের আব্দুল আলিমের ছেলে তৌহিদ আলীসহ স্থানীয় কয়েকজন যুবক।
প্রবাসে যাওয়া বাবদ ৩ লাখ টাকা ছাড়াও সেখানে তাদেরকে দিয়ে ৮ মাস নিজের কোম্পানিতে কাজ করিয়েও কোনো বেতন দেননি আবুধাবিতে থাকা প্রবাসী একেএম ফজলে বারী। কাজের অনুমোদন তো দূরের কথা, পুলিশের হাতে আটক হয়ে ৪০ দিন জেল খাটার পর দেশে ফিরেছেন তারা। একগুচ্ছ স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া এসব যুবক দেশে ফিরে পড়েছেন আরও বিপদে। ধার-দেনা করে প্রবাসে যাওয়ায় এখন পাওনাদারদের টাকা কীভাবে শোধ করবেন এই দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
জানা যায়, আরব আমিরাতের আবুধাবিতে ফিউচার গোল্ড লাইফ জেনারেল কনট্রাক্টিং নামের একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলে বারী। সেই সুবাদে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসার ব্যবস্থা করে সেখানে নিয়ে স্থায়ী ভিসা ও কাজ দিয়ে দেওয়ার কথা বলে লোকজন নিয়ে যান তিনি। ভুক্তভোগী প্রবাসীরা বলেন, তাদেরকে দিয়ে কাজ করিয়ে বেতন তো দূরের কথা, ঠিকমতো খাবারের খরচও দেয়া হয়নি।
তার মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে আদালতে মামলা করেছেন দেশে ফিরে আসা মামুন আলী। ইতিমধ্যেই মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));