রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন পুরুষের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সুমন(২১), ইসহাক মৃধা(৩৫) ও মনসুর হোসেন(৪০)।
মাত্র ১০ দিন আগে কাতার থেকে দেশে ফিরেছে নিহত সুমন (১৯)। সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে এসেছিলেন মায়ের জন্য ইফতার কিনতে। সে গত ২৫ তারিখে কাতার থেকে দেশে এসেছে।
নিহত ইসহাক মৃধার মামাতো ভাই হুমায়ুন কবির খান বলেন, নিহত ইসহাক ইসলামপুরের কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে সে ঢাকার নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী ২ নাম্বার গেট এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার কাজিরহাট থানার চর সন্তোষপুর গ্রামে। নিহত মনসুর হোসেনের ভাইরা মুরাদ হোসেন জানান,নিহত মনসুর হোসেনের বাড়ি যাত্রাবাড়ী থানার পশ্চিমপাড়া এলাকায়।
গুলিস্তানে ভবন বিস্ফোরণের ঘটনায় বেড়েই চলেছে লাশের সারি। শেষ খবর পাওয়া পর্যন্ত- ১৫ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। জরুরি বিভাগের সামনে থেকে শুরু করে বাইরের সড়ক পর্যন্ত আহত এবং নিহতদের স্বজনদের আহাজারি চলছে।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));