সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন

ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী, যে বার্তা নিয়ে এলেন

  • টাইম আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৫ কত বার দেখা হয়েছে
ঢাকায় ব্রিটিশ প্রতিমন্ত্রী, যে বার্তা নিয়ে এলেন


ঢাকায় সফরে এসেছেন ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা নিয়ে এসেছেন তিনি। তার এই সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ব্রিটিশ প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকায় পৌঁছলে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সাব্বির আহমেদ চৌধুরী। ট্রিভেলিয়ান গত বছরের অক্টোবরে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন।

Celebrating novo mobile

জানা গেছে, তার সফরে নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ুবিষয়ক একটি চুক্তি সই করবে। ব্রিটিশ প্রতিমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া তিনি বৈঠক করবেন সুশীল সমাজ, মানবাধিকারকর্মী, জলবায়ু বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে। এদিকে ট্রিভেলিয়ান ঢাকায় আসার পর ব্রিটিশ হাইকমিশন থেকে গণমাধ্যমকে একটি বার্তা পাঠানো হয়।

তাতে ট্রিভেলিয়ান বলেন, আমি বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। এটি এমন একটি দেশ যেখানে যুক্তরাজ্যের সঙ্গে শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ৫১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে থাকতে পেরে গর্বিত। বাণিজ্য-বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, জলবায়ু ও মানবিক সহযোগিতা আমরা ভাগাভাগি করছি। এ সফরের মাধ্যমে আমি আমাদের ঘনিষ্ঠ ও মূল্যবান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় রয়েছি।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..