বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

তিনমাস ব্যপি উৎসবের আয়োজন করতে যাচ্ছে ওমান

  • টাইম আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৬ কত বার দেখা হয়েছে
তিনমাস ব্যপি উৎসবের আয়োজন করতে যাচ্ছে ওমান

তিনমাস ব্যপি উৎসবের আয়োজন করতে যাচ্ছে ওমান

তেল সম্পদের বাহিরে পর্যটন ব্যবসার দিকে যাচ্ছে ওমান। ইতিমধ্যেই কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে বৃদ্ধি পেয়েছে পর্যটনের সংখ্যা। আর তাই, এই বছরের প্রথম তিন মাস ওমানের চার প্রদেশে পর্যটন উৎসবের আয়োজন করার ঘোষণা দিয়েছে দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়।

 

ওমানের পর্যটন ও ঐতিহ্য তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আজান বিন কাসিম আল বুসাইদি। রবিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মন্ত্রণালয় ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর শারকিয়াহ’র বিদিয়া অঞ্চলে মরুভূমি অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের আয়োজন করবে।

বিজ্ঞাপন

 

এরপর ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি সুর অঞ্চলে ওমানি মেরিটাইম হেরিটেজ ফেস্টিভ্যালের প্রথম সংস্করণের আয়োজন করবে। উৎসবে এসব এলাকার বাণিজ্যিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে অতীত ও বর্তমানের ভূমিকা তুলে ধরা হবে। এছাড়াও, ২৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ধোফার প্রদেশের তামরিদ অঞ্চলে কোয়ার্টার ফেস্টিভ্যালের আয়োজন করা হবে।

 

বিজ্ঞাপন

মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্যই এই উৎসবের আয়োজন করা হচ্ছে। সেইসাথে ধোফার প্রদেশে শীতকালীন পর্যটনের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অত্র অঞ্চলকে একটি টেকসই পর্যটন গন্তব্য হিসাবে প্রচার করাই এই উৎসবের লক্ষ্য। এছাড়াও আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত দাখিলিয়া প্রদেশে বার্ষিক উৎসবের আয়োজন করা হবে। উৎসবে বেশ কয়েকটি সাংস্কৃতিক, ঐতিহ্য, বিনোদন এবং অ্যাডভেঞ্চার কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও দেখুন:

window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};

(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..