দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। আজ শনিবার সকালে দেশটিতে অন্যতম মার্কিন সামরিক ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। এ সময় নিয়মিত প্রশিক্ষণের অংশ নিয়েছিল যুদ্ধযানটি। খবর সিএনএন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে ওসান বিমান ঘাঁটির কাছে একটি কৃষি এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।
পাইলট নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। তবে এ ঘটনায় বেসামরিক কোনো নাগরিক আক্রান্ত হননি।
স্থানীয় ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর জন্য পাঠানো হয়েছে বলে টুইটারে জানান গেয়ংগি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়ন।
নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে যুদ্ধবিমানটি আকাশে উড়েছিল করেছিল। বর্তমানে এ ঘটনার তদন্ত চলছে।
ওসান এয়ার বেস হলো উত্তর কোরিয়া থেকে মার্কিন বিমানবাহিনীর সবচেয়ে কাছের ঘাঁটি, সীমান্ত থেকে দূরত্ব প্রায় ৬৪ কিলোমিটার।