দালালচক্রের ব্যাপারে জেলা প্রশাসকসহ সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এসময় প্রবাসীদের পাসপোর্ট জটিলতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাসপোর্ট নিয়ে জটিলতা মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যা।
প্রবাস শব্দটা এলেই মনে হয় এটা বোধহয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু বাস্তবতা তা না। আমরা কো-অর্ডিনেটর হিসেবে চেষ্টা করি যেন সমন্বয়ের মাধ্যমে এগুলো সমাধান করে ফেলা যায়। অনেক প্রবাসী বিভিন্ন কারণে পাসপোর্ট হারিয়ে নানা সমস্যায় আছেন। অনেক সময় তাদের নতুন পাসপোর্টের সাথে পুরনো পাসপোর্টের তথ্য না মিললেও আঙুলের ছাপ মিলে যায়। এই সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};
(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));