সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৪১ অপরাহ্ন

দেশে ফিরেছেন রাকিব সরকার, ফুল দিয়ে বরণ করলেন মাহিয়া মাহি

  • টাইম আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৯ কত বার দেখা হয়েছে
দেশে ফিরেছেন রাকিব সরকার, ফুল দিয়ে বরণ করলেন মাহিয়া মাহি


ঢাকায় ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

আজ রোববার সকালে সৌদি আরব থেকে ওমরাহ শেষে দেশে ফেরেন তিনি। এ সময় স্বামীকে ফুল দিয়ে বরণ করে নেন মাহি।

Celebrating novo mobile

পরে মাহিয়া মাহি তার ফেসবুকে রাকিবকে ফুল দিয়ে বরণ করা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’। এদিকে, রাকিব সরকারের দেশে ফেরার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন তার আইনজীবী আনোয়ার সাদত।

এর আগে, গতকাল সৌদি আরব থেকে মাহি ও রাকিব সরকারের একসঙ্গে দেশে ফেরার কথা থাকলেও রাকিব আসেনি। তবে, আজ দেশে ফেরার পর রাকিব ও মাহি এখন কোথায় আছে তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে মাহি ও রাকিবের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, তারা ঢাকার বাসায় অবস্থান করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা হয়। শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি।

বিকেলে মাহির আইনজীবী জামিনের আবেদন করলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তা মঞ্জুর করেন। পরে রাত ৭টা ৫০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..