নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়ায় রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে বয়লার বিস্ফোরণে আলমগীর হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৩০ বছর। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার-এ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
আলমগীর হোসেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার আজাদ আলীর ছেলে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৪টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় সাত জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর আগে তাদের মধ্যে শংকর (৪০) নামে একজনের মৃত্যু হয় ওই দিনই। এছাড়া মো. ইলিয়াস (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয় বৃহস্পতিবার (৪ মে) রাতে। আর আজ শুক্রবার সকালে নিয়ন (২০) নামে আরও একজনের মৃত্যু হয়।
বিস্ফোরণের এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন। তারা হলেন- মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫), মো. জুয়েল (৩৫)।