রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা রাশিয়া করছে না। বরং রাশিয়া আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায়।
গতকাল শুক্রবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।
মেদভেদেভ সতর্ক করে বলেন, ক্রিমিয়া উপদ্বীপ দখলে ইউক্রেন প্রচেষ্টা চালালে তা হবে কিয়েভের বিরুদ্ধে মস্কোর যেকোনো অস্ত্র ব্যবহারের ক্ষেত্র।
গেল বছর ইউক্রেনে পুতিন সৈন্য পাঠানোর পর মেদভেদেভের উপস্থিতি চোখে পড়ার মতো। যুদ্ধ শুরুর পর যে কজন কর্মকর্তা সামনে এসেছেন, তার মধ্যে তিনি অন্যতম। প্রায়শই তিনি বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন।
এর আগে মেদভেদভ বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানা জারির পর প্রেসিডেন্ট পুতিনকে গ্রেফতারের চেষ্টা করা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।