শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

পররাষ্ট্রের কর্মকর্তা জাকিরের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫ কত বার দেখা হয়েছে
পররাষ্ট্রের কর্মকর্তা জাকিরের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ


পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনকে বিচারিক আদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া তার বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, এই মামলায় জাকিরকে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট জামিন দেন। দুদক আপিল করলে দুই শর্তে তার জামিন বহাল রাখা হয়। শর্ত দুটি হচ্ছে বিচারিক আদালতে পাসপোর্ট জমা দেওয়া এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা না করা।

তিনি আরও বলেন, গত ১৪ মার্চ জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে মামলায়। ওই মামলায় ২৯ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

Celebrating novo mobile



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..