বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:১৭ অপরাহ্ন

পাসপোর্ট ও লাশ প্রেরণে ভোগান্তি নিরসনের দাবি মালয়েশিয়া ইসলামী আন্দোলনের

  • টাইম আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৯ কত বার দেখা হয়েছে
পাসপোর্ট ও লাশ প্রেরণে ভোগান্তি নিরসনের দাবি মালয়েশিয়া ইসলামী আন্দোলনের

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ও সেখানে কেউ মারা গেলে তার লাশ প্রেরণে ঘাটে ঘাটে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে দূতাবাসে নবায়নের আবেদন করলে ৫ থেকে ৬ মাস লাগছে পাসপোর্ট হাতে পেতে।

তাছাড়া  প্রবাসীরা মারা গেলে তার লাশ দেশে ফেরত পাঠাতে দূতাবাসের আর্থিক সহযোগিতা পাওয়া যায় না। তখন প্রবাসীদের কাছে ভিক্ষা করে টাকা তুলে লাশ দেশে ফেরত  পাঠাতে হয়।

Celebrating novo mobile

আজ সোমবার মহান মে দিবসে রাজধানীর কুয়ালালামপুর ১ টি হোটেল ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার উদ্যোগে  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দরা। দলের সভাপতি মূফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এরং সেক্রেটারী গাজী আবু হোরায়রার সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা তাওহিদুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ সাহেব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষায়ক সম্পাদক মূফতি কেফায়েতউল্লাহ্ কাশফি সাহেব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, দেশে অর্থনীতির বিশেষ চালিকা শক্তি প্রবাসীরা নানা ভাবে হয়রানির শিকার হচ্ছে। আরো বলেন ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা না হওয়াই  শ্রমিকরা প্রতিনিয়তই শোষিত হচ্ছে। ফলে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই।

সভাপতি তার বক্তব্যে, প্রবাসীদের লাশ রাষ্ট্রিয় খরচে দ্রুত সময়ে দেশে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। এবং মৃত পরিবারকে আজীবন ভাতা দিতে হবে।

এতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মাওলানা গাজী আবু হোরায়রা, এসিস্টেন্ট সেক্রেটারী আর.এম. রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, মাওলানা তাওহিদ, মোঃ তারা মিয়া, মাওলানা জামিল, মোঃ তাজ উদ্দিনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..
%d bloggers like this: