রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন

পাসপোর্ট ফেরত পেলেন সম্রাট, বিদেশ যেতে বাধা নেই

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২২ কত বার দেখা হয়েছে
পাসপোর্ট ফেরত পেলেন সম্রাট, বিদেশ যেতে বাধা নেই

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পাসপোর্ট দুই মাসের জন্য তার জিম্মায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এদিন সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তার পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৬ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন। একই সঙ্গে সম্রাট বিদেশে গিয়ে চিকিৎসার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, ‘মামলার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আমরা এখনো সংগ্রহ করতে পারিনি। এজন্য সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া আমরা আজকে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাইলে আদালত স্বল্প সময় অর্থাৎ দুই মাসের মধ্যে পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার অনুমতি দেন। যে কোনো দেশে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার মৌখিক আদেশ দিয়েছেন আদালত।’

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..