বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন

পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

  • টাইম আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৭ কত বার দেখা হয়েছে
পুঁজিবাজারে সূচকের উত্থান, কমেছে লেনদেন

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৬৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, দর কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে  ১৮৮ টির।

ডিএসইতে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০০ কোটি ৮২ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫৫ পয়েন্টে।

সিএসইতে ২৪৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭০ টির দর বেড়েছে, কমেছে ৫০ টির এবং ১২৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ট্রেডার বাংলাদেশ, ০১ মে, ২০২৩

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..