সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন

  • টাইম আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৯ কত বার দেখা হয়েছে
প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন

প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন

কুমিল্লা সদর দক্ষিণে প্রবাসীর বোনকে বিবস্ত্র করে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। তাকে ছুরি মেরে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা হয়েছে। মারধর অত্যাচারের সময় ভুক্তভোগী যখন আর্তনাদ করলে তাকে এলোপাতাড়ি চড়থাপ্পড় এবং মুখে কাপড় ঢুকিয়ে দেয় নির্যাতনকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, প্রবাসী হানিফ মিয়াকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলো-হাসান ও সালমা আক্তার। মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। এসআই আলমগীর হোসেনকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

মামলার বাদী প্রবাসীর মা জানান, বিদেশে থাকাকালে আমার ছেলের সঙ্গে প্রধান আসামি হানিফ মিয়ার কথা কাটাকাটি হয়। এর জেরে সোমবার রাতে আমার বাড়িতে এসে হানিফসহ অন্যরা আমার ছেলে এলোপাতাড়ি কিলঘুষি মারে। এ সময় তার চিৎকার শুনে আমার মেয়ে তাকে রক্ষা করতে গেলে আসামিরা তাকেও নির্যাতন করে। তাকে বিবস্ত্র করে নির্যাতন করে এবং তার পেটের ডান পাশে এবং বুকে একাধিক ছুরিকাঘাত করে।

window.fbAsyncInit = function() {
FB.init({
appId : ‘1488263831660245’,
xfbml : true,
version : ‘v11.0’
});
FB.AppEvents.logPageView();
};

(function(d, s, id){
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) {return;}
js = d.createElement(s); js.id = id;
js.src = “https://connect.facebook.net/en_US/sdk.js”;
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, ‘script’, ‘facebook-jssdk’));

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..