প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন বৃত্তি পেয়েছে। প্রাথমিক সমাপনী পরীক্ষা উঠে যাওয়ায় গত বছর আগের মতো গতানুগতিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল তারা।
আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ ফলাফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার ২০২২ সালে বাংলা, প্রাথমিক, গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় ৫ লাখ ৩৯২ জন শিক্ষার্থী অংশগ্রহনের জন্য নিবন্ধন করে। পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৮২ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। মোট নম্বর ছিল ১০০ এবং সময় ছিল ২ ঘণ্টা।