শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ অপরাহ্ন

ফেরদৌসের যে আবদার ফেলতে পারলেন না ঋতুপর্ণা

  • টাইম আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২২ কত বার দেখা হয়েছে
ফেরদৌসের যে আবদার ফেলতে পারলেন না ঋতুপর্ণা


নায়ক ফেরদৌস ও টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বহু বছরের বন্ধু। ফেরদৌসের সঙ্গে প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। তাই তো ঢাকায় পা রেখে নায়কের আবদার ফেলতে পারলেন না ঋতুপর্ণা।

গত শুক্রবার ঢাকায় এসেছিলেন নায়িকা। নারায়ণগঞ্জের ১৩০ বছরের পূর্তি উৎসবে অংশ নিয়ে অনুষ্ঠান সেরে ফেরদৌসের বাড়িতে যান নায়িকা। নায়কের বাড়িতেই ছিলেন তিনি। পুরনো সেই বন্ধুকে আবারও কাছে পেয়ে খুশি ঋতুপর্ণা। হাসিমুখে ফ্রেমবন্দি দুই বাংলার দুই বন্ধু।

Celebrating novo mobile

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, অনেক দিন পর যেহেতু ঋতু ঢাকায় এসেছে, তাই বললাম বাইরে না থেকে যেন আমার বাড়িতেই থাকেন। একদিনের জন্য তাকে অতিথি হিসাবে আপ্যায়ন করতে চাই। খুব আনন্দ সহকারে আমার নিমন্ত্রণ গ্রহণ করেন ঋতু। বহুদিন পর দুই বন্ধুর চমৎকার আড্ডাও হলো।

‘ওস্তাদ’ নামক একটি ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন ফেরদৌস ও ঋতুপর্ণা। তার পর প্রায় ৫০টি ছবিতে কাজ করেছেন তারা। পেশাদারি সম্পর্ক কখন যে বন্ধুত্বে পরিণত হয় সেটি তারা নিজেরাও জানেন না।

ঋতুপর্ণা জানান, ফেরদৌসের মতো এত ভালো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ঢাকা থেকে রোববারই সিঙ্গাপুরে যান ঋতুপর্ণা।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..