সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

ফের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

  • টাইম আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২০ কত বার দেখা হয়েছে
ফের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া দীর্ঘ দিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে ফের মুখ খুললেন । সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে ভালোবাসার মানুষকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হয়নি নায়িকার।

Celebrating novo mobile

গেল ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি গণমাধ্যমকে সাক্ষাতকারে বিচ্ছেদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন নায়িকা। এবার ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দিলেন নিজেই।

অভিনেত্রী ফারিয়া লেখেন, আমরা গত তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আ ামাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভক্তদের উদ্দেশে নায়িকা বলেন আমি আমার ভক্তদের ও আমার শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার জন্য দোয়া ও আমাকে আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর গোপনে প্রেম করেন রনি-নুসরাত। ২০২০ সালের মার্চে বাগদানও সারেন। ওই বছরের ১২ জুন আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন ফারিয়া।

তবে ওই সময় হবু বর সম্পর্কে বিস্তারিত জানাননি নুসরাত। তবে নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, নুসরাতের হবু স্বামী রনি রিয়াদ রশিদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..