বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৩৫ অপরাহ্ন

ফেসবুককে ১২০ কোটি ডলার জরিমানা

  • টাইম আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪ কত বার দেখা হয়েছে
ফেসবুককে ১২০ কোটি ডলার জরিমানা


ফেসবুকের প্রধান কোম্পানি মেটাকে ১২০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে মানুষের ডেটা স্থানান্তর করার সময় এগুলোর অপব্যবহার করা হয়। তাই মেটাকে এ অর্থ জরিমানা করা হয়েছে। খবর বিবিসি।

আয়ারল্যান্ডের ডেটা প্রোকেটশন কমিশন (ডিপিসি) এ অর্থ জরিমানা করে। ইউরোপীয় ইউনিয়ান জেনারেল ডেটা প্রোকেটশন রেগুলেটরি প্রাইভেসি আইনের মাধ্যমে ফেসবুককে এটি সবচেয়ে বড় অর্থ জরিমানা ঘটনা।

Celebrating novo mobile

জেনারেল ডেটা প্রোকেটশন রেগুলেটরি (জিডিপিআর) বলছে, মেটার ডেটা স্থানান্তরে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের আইন অনুসরণ করতে হবে।

এদিকে এ আদেশকে মেটা ‘অগ্রহণযোগ্য এবং অপ্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছে। তারা এর বিরুদে আপিল করবে।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের আইনে বলা হয়েছে, ইউরোপের বাইরে ডেটা স্থানান্তরের জন্য অবশ্যই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কিন্তু মেটা যে প্রক্রিয়ায় ডেটা স্থানান্তর করেছে সেটা অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের আইন লঙ্ঘিত হয়েছে।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..
%d bloggers like this: