রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন
News Headline :

ফ্ল্যাটে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় অভিনেতা, যে কাণ্ড করলেন হবু স্ত্রী!

  • টাইম আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫ কত বার দেখা হয়েছে
ফ্ল্যাটে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় অভিনেতা, যে কাণ্ড করলেন হবু স্ত্রী!


সুরভী সান্যাল আর সুমন দে ছোট পর্দার পরিচিত মুখ। বিশেষত ‘তুমি যে আমার মা’, ‘নকশি কাঁথা’ সিরিয়ালের মাধ্যমে বাঙালি দর্শকের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন সুমন। বেশ কয়েক বছর সুরভীর সঙ্গে সম্পর্কে ছিলেন সুমন। আচমকাই জানুয়ারির প্রথম সপ্তাহে সুমনের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সুরভি। কিন্তু কী এমন ঘটল?

দুজনই উত্তরবঙ্গের শিলিগুড়ির মানুষ। সম্পর্কে থাকায় পারিবারিকভাবে বিয়ের কথা চূড়ান্ত হওয়ার পরেই যেন বিপত্তি ঘটে!

 

Celebrating novo mobile

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্ল্যাটে অভিনেতাকে অন্য নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন হবু স্ত্রী সুরভী। তার পর সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

সুরভী নিজেই সে কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ফিফা বিশ্বকাপ ফাইনালের রাতের ঘটনা। সুমনকে তার ফ্ল্যাটে হাতেনাতে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন তিনি। এতে মুখের ভাষা হারিয়ে ফেলেন অভিনেত্রী। এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না যে, বিয়ে ঠিক হওয়ার পরও এভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার সঙ্গে।

অভিনেত্রী জানান, এর আগেও ঝগড়া হয়েছে তাদের। ঝগড়ার পর বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সুমন। আবার পরে সব মিটমাট হয়ে একসঙ্গে সুখের সংসারের স্বপ্ন এঁকেছেন তারা।

এদিকে গত কয়েক দিন ধরে সোশ্যালে দুঃখের পোস্ট শেয়ার করছেন অভিনেত্রী। ভালোবাসার এই পরিণতি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না।

সুরভী জানান, প্রকাশ্যেই টেলিভিশনে বিয়ের কথা ঘোষণা করেছিলাম। মধ্যবিত্ত পরিবার। রাস্তাঘাটে মা-বাবাকে কথা শুনতে হচ্ছে। এ কারণে খারাপও লাগছে। এক মাস হলো সুমনের সঙ্গে কোনো যোগাযোগ নেই।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published.

এই ধরণের আরো খবর জানতে..