সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন

বলিউডের কিছু লোক আমায় দেশ ছাড়তে বাধ্য করে: প্রিয়াঙ্কা

  • টাইম আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৮ কত বার দেখা হয়েছে
বলিউডের কিছু লোক আমায় দেশ ছাড়তে বাধ্য করে: প্রিয়াঙ্কা


বলিউডের রাজনীতি নিয়ে এবার বোমা ফাটালেন প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর দাবি দেশে থাকাকালীন নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি। একপ্রকার বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন। সম্প্রতি, পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলার সময় অনেক বিষয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা।

কেন প্রিয়াঙ্কা দেশে ছেড়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন? সম্প্রতি সেসমস্ত বিষয়েই খোলসা করেন প্রিয়াঙ্কা চোপড়া। পিগি চপস বলেন, ‘আমি আগে কখনও যা বলিনি, তা আজ বলছি…’। প্রিয়াঙ্কার কথায়, ‘সেসময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি। আর পেরে উঠছিলাম না। মনে হল একটা বিরতি দরকার।’ প্রিয়াঙ্কা বলেন, ‘সেসময় মিউজিক আমায় অন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজারের পরামর্শে আমি আন্তর্জাতিক মিউজিক ভিডিয়োতে কাজ করি। ’

Celebrating novo mobile

প্রিয়াঙ্কা বলেন, ‘আমাকে কাজ পেতে হলে কেন কিছু দল, গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে? ততদিনে আমি তো অনেক কাজ করে ফেলেছি। তাই ওরা আমার কেরিয়ার নষ্টকরতে উঠে পড়ে লেগেছিল। আমাকে ওদের ছবি থেকেই শুধু বাদ দেওয়া হয়নি, বাকিরাও যাতে না নেয়, তারজন্য উঠে পড়ে লেগেছিল ওরা। সেসময় মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব।’

প্রিয়াঙ্কা জানান, সেসময় মার্কিন মুলুকের তারকা গায়ক পিটবুল, উইল.আই.অ্যাম (উইলিমায় জেমস অ্যাডামস), ফ্যারেল উইলিয়ামস, মার্কিন র‍্যাপার জায়েজ (JayZ)-দের সঙ্গে কাজ করেছি। তখন বুঝলাম, আমার মিউজের কেরিয়ার এখন শেষ হয়নি। পরবর্তী সময়ে আমি মার্কিন মুলুকে অভিনয়ও কেরিয়ার গড়তে শুরু করি।’



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..