শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ আন্তর্জাতিক এভিয়েশন হাব: বিমান প্রতিমন্ত্রী

  • টাইম আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৩ কত বার দেখা হয়েছে
বাংলাদেশ আন্তর্জাতিক এভিয়েশন হাব: বিমান প্রতিমন্ত্রী


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক এভিয়েশন হাবে পরিণত হবে।

আজ বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

Celebrating novo mobile

মাহবুব আলী বলেন, দেশের বিমান সেবা আরো সহজতর ও উন্নত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা দৃশ্যমান। ক্রমেই এ দেশের পর্যটন ও বিমান খাতের ব্যাপক উন্নয়ন হচ্ছে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, এ খাতের চিত্র সরকারের প্রচেষ্ঠায় দ্রুত বদলে যাচ্ছে। আমার বিশ্বাস এ শিল্প ২০২৪ সালে উন্নত বাংলাদেশ, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়াতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বেবিচকের তিনটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী। এসময় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

 



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..