শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ বিমানের জেদ্দা রিজিওনালের নতুন ম্যানেজার এনায়েত

  • টাইম আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২২ কত বার দেখা হয়েছে
বাংলাদেশ বিমানের জেদ্দা রিজিওনালের নতুন ম্যানেজার এনায়েত


জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দার রিজিওনাল ম্যানেজার হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ এনায়েত হোসেন সরকার। তিনি এর আগে কলকাতা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের বিমানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এভিয়েশনস সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন এই রিজিওনাল ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর থেকেই যাত্রী সেবার মানোন্নয়ন, জেদ্দা ঢাকা জেদ্দা যাওয়া আসার টিকেটের ফেয়ার সহনীয় পর্যায়ে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন।

Celebrating novo mobile

তিনি জানান, দায়িত্ব নেয়ার পর বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেটরের সহযোগিতায় সুদান থেকে ফেরত আসা বাংলাদেশীদের সল্প সময়ে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ। এছাড়াও কয়েক হাজার সুদান প্রবাসী বাংলাদেশীরা সুদান থেকে জেদ্দা এবং মদিনা হয়ে দেশে ফেরত যাওয়ার কথা রয়েছে।

আসন্ন হজে বাংলাদেশী হাজীরা স্বাচ্ছন্দে সৌদি আরবে প্রত্যাবর্তন ও হজশেষে দেশে যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এদিকে বিমানের ভাড়া কমিয়ে আনার খবরে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ দাবি করেন করোনার পর আকাশপথে নতুন নতুন বিমান চালু হওয়ায় অনেকটা প্রতিযোগিতার মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকা বাহি এই সংস্থাটি টিকে থাকতে হলে যাত্রী সেবা এবং বর্তমান ক্রিকেটের ফেয়ার অবশ্যই সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে পাশাপাশি জেদ্দা ঢাকা রুটে আরও বিমানের সংখ্যা বাড়ানো জরুরি বলে নেতৃবৃন্দরা মনে করেন।

উল্লেখ্য, অবসরজনিত কারণে রিজিওনাল ম্যানেজার শামসুল হুদা বিদায়ের পর দীর্ঘদিন এই পদটি খালি ছিল।



নিউজটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর জানতে..